সুপ্রিম কোর্টের
আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের
বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন।
রোববার
(৮ ডিসেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের
করা লিভ টু আপিল খারিজ করে এ
আদেশ দেন।
এ
সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। ড.
ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।
তিনি
বলেন, ২০১৯ সালে গ্রামীণ টেলিকমিউনিকেশনের চেয়ারম্যান থাকাকালীন ড. ইউনূসের বিরুদ্ধে
সংশ্লিষ্ট শ্রম আদালতে পাঁচটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়। এই আদেশের ফলে শ্রম আইনের পাঁচ
মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল বলে জানিয়েছেন ড. ইউনূসের
পক্ষের আইনজীবী।
তিনি
আরও জানান, ড. ইউনূসের আবেদনের
পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১১ এবং ২০১৯ সালে মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে
পৃথক রুল জারি করেন। রুলের ওপর শুনানি শেষে চলতি বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট
বেঞ্চ মামলাগুলোর কার্যক্রম বাতিল করে দেন। এ আদেশের বিরুদ্ধে
আপিল করে রাষ্ট্রপক্ষ। যার শুনানি শেষে আজ এ রায়
দিলেন সর্বোচ্চ আদালত।
গ্রামীণ
টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান পদে আসীন থাকাকালে ড. ইউনূসের
নামে শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয়। ২০১৯ সালে প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর
চাকরিচ্যুতির অভিযোগ তুলে দায়ের করা হয় এসব মামলা।